December 22, 2024, 7:58 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

ছাত্র-জনতা যেভাবে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে,তাদের সাথে দালালদের ও চিহ্নিত করতে হবে : জেএসএফ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, November 11, 2024
  • 96 দেখা হয়েছে

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃজাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশ এর পক্ষে হাজী আনোয়ার হোসেন লিটল এক বিবৃতিতে বলেছেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছর পর দেশ আওয়ামী বাদ মুক্ত হয়েছে। কিন্তু আওয়ামী লীগের পতন হলেও রাষ্ট্র ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে তাদের দোসররা বসে রয়েছে। ৫ আগস্টের ছাত্র-জনতার রক্তস্নাত বিজয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সম্ভাবনাময় পথ খুলে দিয়েছে। তবে আওয়ামী লীগের দোষররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সর্বস্তরের জনশক্তিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। খবর বাপসনিঊজ।

দীর্ঘদিনের সরকার পতনের মাধ্যমে ৫ অগাস্টে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার এই বিজয় এমনি এমনি হয়নি। এরজন্য বহু ত্যাগ, বহু রক্ত দিতে হয়েছে। অথচ পতিত স্বৈরাচারের দোসররা এখনও দেশবাসীর এই অর্জনকে ম্লান করে দিতে প্রতিনিয়ত নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের এই অর্জনকে কোন অপশক্তির চক্রান্তে নস্যাৎ হতে দেয়া যাবে না।

ফ্যাসিস্টরা যাতে আগামীতে ফিরে আসতে না পারে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে, জনগণের দুর্বার প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদ যেন চিরতরে নির্মূল হয়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই প্রত্যাশা সকলের ।

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত আগস্টের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ওই দেশটিতেই অবস্থান করছেন। আর এবার দেশটিতে তার অবস্থান করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় রাজনীতি।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে প্রশ্ন করেছেন, কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয়ে দিয়েছে মোদি সরকার?

সোরেন আরও উল্লেখ করেছেন, বিজেপিশাসিত রাজ্যগুলোর মাধ্যমেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে।

নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের “অনুপ্রবেশকারী” ইস্যুতে মন্তব্যের জবাবে সোরেন এসব কথা বলেন। রোববার (৩ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আগামী সংসদ নির্বাচনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আঞ্চলিক খয়রাতি দলগুলো বার বার ফ্যাসিস্টদের দালালি করেছে কিন্তু তারা এখনো ধরাছোয়ার বাহিরে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102