নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা:
পবিত্র কোরআন হিফজ করা, চর্চা করা এতটাই ফজিলতপূর্ণ কাজ যে, রাসুল (স.) তার হিফজকারীদের ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছেন।
সোমবার (১১ নভেম্বর ২০২৪ খ্রিঃ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নিউ ডিসি রোড,ছোটরা,কুমিল্লায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতীয় শিশু- কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪- ২০২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে “ক্বিরাত” প্রতিযোগীতায় অংশ গ্রহন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেনীর ছাত্র হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল প্রথম স্থান অধিকার করেছে।
হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল এর বাবা মোঃআবদুল আউয়াল বলেন, আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল এর এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
হাফেজ আবদুল্লাহ বলেন,আমার জন্য সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালনকারী সম্মানিত শিক্ষক এবং এই সুন্দর কার্যক্রমে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তার মা মোসাম্মৎ স্বপ্নাহার বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও বাবা চিকিৎসা প্রযুক্তিবিদ।
তাদের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেরার ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে।