বরিশাল প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার খলিসাকোটা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের ১৩টি ল্যাপটপ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার গভীর রাতে নৈশপ্রহরী ঘুমিয়ে পড়ায় ল্যাপটপগুলো চুরি হয় বলে দাবি করা হয়েছে।
খলিসাকোটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ চৌধুরী বলেন, ল্যাবের পাশের কক্ষে নৈশপ্রহরী মো. তাজুল ইসলাম ঘুমিয়ে ছিলেন। চোর ওই কক্ষ বাইরে থেকে আটকে দিয়ে চুরি করেছে। সকালে নৈশপ্রহরী ঘুম থেকে উঠে দরজা খুলতে না পেয়ে পাশের প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে ডাকেন। এরপর দরজা খুলতে পেরে চুরির বিষয়টি বুঝতে পারেন। এরপর আমাকে বিষয়টি অবহিত করেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, স্কুলের নিচতলা এবং দ্বিতীয় তলার দু’টি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের দরজার তালা ভেঙে চোর প্রবেশ করে বলে শুনেছি। ল্যাবে থাকা ১৩টি ল্যাপটপ নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষককে অভিযোগ দিতে বলেছি। আশা করছি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদার।
তিনি বলেন, স্কুল থেকে ল্যাপটপ চুরির ঘটনায় নৈশপ্রহরীকে শোকজ নোটিশ দেওয়ার এবং থানায় মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।