দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসন বীরগঞ্জ, দিনাজপুর এর উদ্যোগে ও বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্র, বীরগঞ্জ এর আয়োজনে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয় করা হচ্ছে।
আজ সোমবার বেলা ১২টায় বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে ডিম বিক্রয় কেন্দ্রে পরিদর্শনে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গণি, বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষা প্রকল্প ব্যবস্থাপক গৌরাঙ্গ চক্রবর্তী সহ আরও অনেকেই।
আয়োজকরা জানান, এই ডিম বিক্রয় কেন্দ্রে প্রতিদিন ১৭শত ডিম বিক্রয় হয়। সেই সাথে এই কেন্দ্রে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোক্তারা এসে সরকারি দামে ডিম ক্রয় করছেন। ভোক্তাদের মাঝে ভালোই সাড়া মিলছে।
ডিম বিক্রয় কেন্দ্রে ডিম নিতে আসা পৌর শহরের মশিউর রহমান জানান, সরকার নির্ধারিত দামে ডিম পেয়ে অনেক ভালো লাগছে। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে অতিরিক্ত দাম নিচ্ছে যা কাম্য নয়। এখানে ডিমের সাইজও বড়। সাধারণত ছোট, বড়, মাঝারি তিন ধরনের সাইজে বিক্রি হচ্ছে বাজারে, এটা অনেক দোকানে হয় না। তাই এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরকে ধন্যবাদ জানাই।