অনলাইন ডেস্ক:
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল অনুযায়ী পাসের হারের দিক থেকে সারা দেশের মধ্যে এগিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। দেশসেরা সিলেটের পাসের হার ৮৫.৩৯ শতাংশ। সারা দেশের সবগুলো শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট।
মঙ্গলবার সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমদ ফল প্রকাশ করেন। পরে বিস্তারিত তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পাল।
প্রকাশিত ফল অনুযায়ী জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ। যা গত েবছরের তুলনায় ১৩.৭৭ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭১.৬২। গত বছর জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল এক হাজার ৬৯৯ জন। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৬৯৮ জনে।
এবার সিলেট শিক্ষাবোর্ড থেকে ৮৩ হাজার ১৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭১ হাজার ১২ জন। এর মধ্যে ৪৯ হাজার ৩৫৪ জন ছাত্রী অংশ নিয়ে পাস করেছে ৪২ হাজার ৬৬১ জন। ছাত্রীদের পাসের হার ৮৬.৪৪ শতাংশ। আর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা তিন হাজার ৮২৯ জন।
এদিকে, ৩৩ হাজার ৮১১ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৩৫১ জন। ছাত্রদের পাসের হার ৮৩.৮৫ জন। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা দুই হাজার ৮৬৯।