নেত্রকোনা প্রতিনিধি
বর্তমান সময়ের অস্থির পরিস্থিতিতেও নেত্রকোনার যুব সমাজ আয়োজন করেছে মনোমুগ্ধকর এক মিনি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৪ অক্টোবর) বিকালে জেলা শহরের পৌর এলাকার আনন্দবাজার বাসা বাড়ির ভেতরে একটি বালুর মাঠে পশ্চিম নাগড়ায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাঠ ভরে ওঠে দর্শকে।
ফাইনাল খেলায় নিজামপুর ডিজে সিক্স স্টার এক শূন্য গোলে মঈনপুর দরগাবাড়ি জুনিয়র স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে কিছুটা হতাশ থাকলেও দ্বিতীয়ভাগে জমে ওঠে খেলাটি।
শেষার্ধে এক গোলে ১০ নাম্বার জার্সির খেলোয়ার শামীম গোল করে ৪৭ মিনিটে। টান টান উত্তেজনা নিয়ে পুরো খেলা উপভোগ করেন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে শিশু দর্শকদের সংখ্যাই বেশি লক্ষণীয় ছিলো। এদিকে বর্তমান সময়ে মাঠবিহীন এলাকা এবং মাদকের আগ্রাসনের যুগেও এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। গত ১৫ দিন ধরে চলমান টুর্নামেন্টে মোট ১৬ টি ফুটবল দল অংশ নেয়।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেছেন সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল ও শুভ সংঘের সাবেক প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগম।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মূল আয়োজক শুভসংঘের সভাপতি ও বাংলানিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মো. আব্দুর রহমান। খেলা শেষে আনন্দঘন পরিবেশে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।মূলত মাদকমুক্ত সমাজ গড়তে এবং শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে এমন খেলার আয়েজন বলে জানায় আয়োজকরা।
এদিকে খেলায়াড়রাও প্রতিকূল পরিবেশে খেলতে পেরে আনন্দিত। তবে খেলার উপযুক্ত পরিবেশ পেলে যুব সমাজকে অন্ধকার জগৎ থেকে ফেরানো যাবে বলে মনে করেন তাঁরা।