রাজু আহমেদ, রাজবাড়ী
আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার জন্য হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করা হয়। সেইসাথে দলের পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলার সকল পূজা মন্ডপগুলোতে প্রশাসনের পাশাপাশি দলের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগীতা দেয়ার উদ্যোগ নেন জেলা বিএনপি তারেই ধারাবাহিকতায় আজ সম্পূর্ণ করলেন জেলা বিএনপি।সভায় জেলা বিএনপির পক্ষ থেকে সদর উপজেলা এবং গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার মোট ৪৪৩ টি পূজা মন্ডপগুলোর জন্য এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুম শুক্রবার ৪(অক্টোবর) বিকেল তিনটায় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ্যাডভোকেট কামরুল আলম সদস্য সচিব রাজবাড়ী জেলা বিএনপি। এ্যাডভোকেট আসলাম মিয়া, সহ-সভাপতি কেন্দ্রীয় কৃষক দল ও যুগ্ন আহবায়ক রাজবাড়ী জেলা বিএনপি। মোঃ হারুন অর রশিদ,সাবেক সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা বিএনপি। মোঃ রেজাউল করিম সিকদার পিন্টু, যুগ্ন আহবায়ক, রাজবাড়ী জেলা বিএনপি। এম, এ, খালেদ পাভেল, সাধারণ সম্পাদক, পৌরসভা বিএনপি রাজবাড়ী। মো: তোফাজ্জল হোসেন মিয়া, সভাপতি পৌরসভা বিএনপি রাজবাড়ী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন গাজী।পৌর বিএনপির ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান,খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ সরদার, এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি,সাধারন সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ক এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও যুগ্ন আহবায়ক রাজবাড়ী জেলা বিএনপি। এ্যাডভোকেট আসলাম মিয়া, তিনি বলেন,
ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা এটি সবচেয়ে বড় পূজা এখানে কোন দুষ্কৃতিকারীর জাগা হবে না আমরা জেলা বিএনপি সচেতন আছি। এবং হিন্দু সম্প্রদায়ের পাশে প্রশাসন থাকবে সেই সাথে তিনি আরো বলেন, আপনারাও সচেতন হয়ে থাকবেন, আপনাদের ভয় পাওয়ার কোন কিছু নেই আপনাদের পূজা মন্ডপে আমরা আসব নাড়ু মুড়ি খাব আমাদের জন্য রাখবেন জেলা বিএনপি আপনাদের পাশে সর্বক্ষণ আছে থাকবে।