রাজু আহমেদ, রাজবাড়ী
ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধারক নিতিশরানে কর্তৃক মহানবী (সা.) এর অবমাননার করা বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ (অক্টোবর) শুক্রবার জুম্মার নামাজের পর শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবের সামনে
তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দের শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার বড় মসজিদ হয়ে পুনরায় আনসার ক্লাবে এসে সমবেত হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল-জামিয়া নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে মাওলানা আব্দুল আলীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ পৌর ৭ নং ওয়ার্ড মসজিদ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হুদা,গোয়ালন্দ বাজার বড় মসজিদের খতিব হাফেজ আবু সাঈদ, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা আজম সাহেব,আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু সহ
সহ শত শত নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশে তাওহীদি জনতা ও বিপুল সংখ্যক নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে মোনাজাত ও দোয়া করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, ইসলাম ও মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না।
ভারতীয় দোসরদের নানান ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে। নায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো আনসার ক্লাব ময়দান। বক্তারা আরো বলেন,বাংলার মানুষ ভারতে লংমার্চ করতে প্রস্তুত আছে। মুসলিমরা কোনো প্রকার অপমান সহ্য করবে না।