স্পোর্টস ডেস্ক:
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুভসূচনা করেছে বাংলাদেশ। স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে আসর শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটিশরা।
চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি। প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে হচ্ছে এই বিশ্বকাপ। টুর্নামেন্ট আরব আমিরাতে হলেও টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশই।
আজ আরব আমিরাতের শারজাহতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির ৩৬ রানে ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ।
শুরুতে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে ২৬ রান যোগ করেন সাথি রানী ও মুর্শিদা খাতুন। ১২ রান করে মুর্শিদা ফিরলেও দ্বিতীয় উইকেটে ৪২ রান যোগ করেন সাথি ও সোবহানা মোস্তারি। যদিও রান তোলার গতি ভালো ছিল না। অভিষিক্ত তাজ নেহার প্রথম বলেই রান আউটে কাটা পড়ে ফেরেন।
৬৯ রানে ৩ উইকেট হারানোর পর ৮৬ রানের মাথায় চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন মোস্তারি। ৩৮ বলে ২ চারে ৩৬ রান করেন তিনি। পাঁচে নামা অধিনায়ক জ্যোতি ১৮ বলে ১৮ রান করে আউট হন। ছয় ও সাত নম্বরে নামা স্বর্না আক্তার ও রিতু মনি দুই অঙ্কের রানও স্পর্শ করতে পারেননি। শেষদিকে ফাহিমা ৫ বলে ২ চারে ১০ রানে অপরাজিত থেকে দলের রান ১১৯-এ নিয়ে যান।
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হুড়মুড় করে উইকেট না পড়লেও ধীরগতিতে রান তুলতে থাকে স্কটল্যান্ড। প্রথম দশ ওভারে ৪৯ রান তুলতে দিয়ে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার সাসিকা হর্লিকে ফাহিমা খাতুন ফেরানোর পর অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে বোল্ড করেন পেসার মারুফা আকতার। আর চারে নামা আলিসা লিস্টারকে শিকারে পরিণত করেন রিতু মনি।
টপ অর্ডারের কেউই বড় রান করতে না পারলেও একপাশ আগলে রাখেন ওপেনার সারাহ ব্রাইস। পঞ্চাশ পার করার পর স্কটল্যান্ডের কেউই আর দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৫২ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন সারাহ। আর স্কটল্যান্ড থামে ৭ উইকেটে ১০৩ রানে।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ডানহাতি মিডিয়াম পেসার রিতু মনি। ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের। আজকের একটি উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টিতে শততম উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফাহিমা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত ইতিহাস খুব একটা সুখকর নয়। এর আগের পাঁচ আসরে মাত্র দুইটি জয় টাইগ্রেসদের। সেটি ঘরের মাঠে, ২০১৪ সালে। আজ টুর্নামেন্টটির ইতিহাসে নিজেদের তৃতীয় জয় পেল বাংলাদেশের মেয়েরা।
‘বি’ গ্রুপে বাংলাদেশ স্কটল্যান্ড ছাড়াও খেলবে ইংল্যন্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।