December 21, 2024, 3:09 pm
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১০ কারখানা ছুটি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 2, 2024
  • 58 দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

চাকরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় শ্রমিকরা চাকরিসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। মহাসড়ক অবরোধ করে রাখার কারণে উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধাররণ মানুষ।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর জেলার প্রায় বেশিরভাগ কারখানার সামনে লেখা রয়েছে শ্রমিক নিয়োগ বন্ধ আছে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করে। তবে কর্তৃপক্ষ তারা সামনের শ্রমিক নিয়োগ বন্ধ ঘোষণা লিখে রাখলেও গোপনে নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন। পুরুষ শ্রমিকরা চাকরিতে যোগদান করার পর অযথা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে এমন অভিযোগে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন না। যার কারণে সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় শতাধিক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কারখানার ফটকের সামনে বিক্ষোভ করে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে বাধ্য হয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা থেকে ভোগরা পর্যন্ত সবগুলি কারখানা ছুটি ঘোষণা করা হয়। ধীরে ধীরে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রোড এলাকার কারখানাগুলোতেও শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। কারখানা ছুটি দেওয়ার পর অনেক শ্রমিকরা বাড়ি চলে গেলেও কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দেয়।

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বেলমন্ড, টেকনো ফাইভার লিমিটেড, ইন্টারলিং, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশনসহ গাজীপুরে দশটি কারখানায় ছুটি দেওয়ার খবর পাওয়া গেছে।

শ্রমিক আলিম হোসেন বলেন, আশপাশের যে কারখানায় যাবেন দেখবেন সামনে লেখা আছে লোক নিয়োগ বন্ধ আছে। অথচ তারা গোপনে লোক নিয়োগ দিচ্ছে। গত চার মাস যাবত চাকরি ছাড়া বেকার অবস্থায় রয়েছি। বিভিন্ন পোশাক কারখানায় চাকরির জন্য গেলে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছে না। অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আমরা চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের চাকরিতে নিয়োগের দাবি জানিয়ে আসছি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে সকাল থেকে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর পেয়েছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102