December 21, 2024, 2:32 pm
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

বিলাইছড়িতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, October 1, 2024
  • 58 দেখা হয়েছে

চাইথোয়াইমং মারমাস্টাফ রিপোর্টার রাঙ্গামাটি: –রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১ অক্টোবর)বিকাল ৩:০০ টায় উপজেলা স্টেডিয়াম দীঘলছড়িতে জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় সকলের সহযোগিতায় এই টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ চাকমা।

আরও উপস্থিত ছিলেন জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা (শিক্ষক) এবং উত্তম জয় তঞ্চঙ্গ্যা ( শিক্ষক)সহ অন্যান্য আয়োজক কমিটিবৃন্দ। উদ্বোধনী খেলায় ৩-১ গোলে দোসরী পাড়া মডেল ক্লাবকে হারিয়ে জয়লাভ করে দীঘল ছড়ি যুব কল্যাণ সংঘ ক্লাব।

এতে খেলায় ১মার্ধে দীঘল ছড়ির পক্ষে ৩০ মিনিটে ১ টি গোল করেন ৯ নাম্বার জার্সি পড়া পরিচিত খেলোয়াড় দীপু তঞ্চঙ্গ্যা। বিরতির পরে ৫৫ মিনিটে ১টি ও ৬২ মিনিটে আরেকটি গোল করেন একই দলের ১১ নাম্বার জার্সি পড়া খেলোয়াড় নিকাশ চাকমা এবং ৫ নাম্বার জার্সি পড়া খেলোয়াড় অভিষেক চাকমা। অন্য দিকে দোসরী পাড়া পক্ষে ৬৭ মিনিটে গোল করেন ৮ নং জার্সি পড়া খেলোয়াড় দীপ্তি বিজয় তঞ্চঙ্গ্যা।

খেলায় গ্রুপ ভিক্তিক অন্য দলগুলো হলেন, ধূপ্যাচর যুব সংঘ ক্লাব, স্বগীয় সুরেন্দ্র লাল হেডম্যান স্মৃতি একাদশ ধূপ্যাচর,কুতুব দিয়া যুব সংঘ ক্লাব ,কেরণছড়ি যুব সংঘ,বিলাইছড়ি কলেজ,মালুম্যাপাড়া যুব সংঘ, জুম পহর স্পোর্টিং ক্লাব বাঙ্গালকাটা,বহলতলী যুব সংঘ, কেংড়াছড়ি উদ্দম প্রগতি সংঘ,সাপ ছড়ি যুব সংঘ এবং ধূপশীল যুব পরিষদ।এতে মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে বলে ফুটবল উদযাপন কমিটি জানান।
খেলা আক্রমণ ও পাল্টা আক্রমণ মধ্যে চললে গ্যালারী পূর্ণ দর্শকে দারুণ উপভোগ করে ফুটবল এলাকার প্রেমীরা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102