আল আমিন মিলন,আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আত্রাই উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আত্রাই উপজেলার সকল সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের ১দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। শিক্ষকরা এই বৈষম্য দূর করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন মিঠু, শাম্মী আক্তার, মোহাম্মদ জহুরুল ইসলাম, মোঃ আব্দুল বাকির, মো:হারুন অর রশিদ,মোহাম্মদ গোলাম মুর্তজা প্রমুখ।
মানববন্ধন শেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।