October 6, 2024, 3:22 am
ব্রেকিং নিউজ

কুমিল্লায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, September 17, 2024
  • 25 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিঘীরপাড় টি. আই. কে মেমোরিয়াল ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
দিঘীরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে এনে এ কর্মসূচি পালন করে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ এনে বলেন,গতকাল (সোমবার) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের পূর্বের ন্যায় কলেজে ডিউটিতে আসলে স্থানীয় সন্ত্রাসী আবু সাঈদ বাবুল, রাসেল ওরফে ইয়াবা রাসেল ও আবুল কাশেমের নেতৃত্বে একদল সন্ত্রাসী কলেজ গভর্নিং বডির অভ্যন্তরীণ বিষয় নিয়ে তার ওপর চড়াও হয় এবং তাকে বেদড়ক পিটিয়ে ঝখম করে।তাকে বাঁচাতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী এগিয়ে আসলে তাদেরকেও আক্রমণ করে বাবুল বাহিনী।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আল্টিমেটাম দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর বিচার না হলে কঠোর কর্মসূচি দিবেন বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে কলেজ গেট থেকে শুরু করে স্থানীয় পিপুলিয়া বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102