আলমগীর হোসেন বাচ্চু বুড়িচং, কুমিল্লা।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১২ রবিউল আউয়াল সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন, ফকির বাজার ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, টাটেরা মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ শাহিনুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন ,বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সুমন, আলমগীর হোসেন, আবদুল্লাহ, ফয়েজ আহাম্মদ।উপস্থিত ছিলেন মোঃ সুজন, মোঃ হেলাল, মোঃ মিজানুর রহমান সহ আরও অনেকে।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, রাসূলুল্লাহ (সা.) এমন এক সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিলো। অশ্লীলতা, বেহায়াপনা এবং কন্যা সন্তানকে জীবিত পুতে ফেলা ছিলো তৎকালীন সময়ের স্বাভাবিক বিষয়। নারীদের কোন সম্মান ছিলোনা।
এমন এক কঠিন সময়ে মহান আল্লাহ তা’য়ালা আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে আরবের পবিত্র মক্কা নগরীতে প্রেরণ করেন। দুনিয়ায় আগমনের পরে ধীরে ধীরে প্রিয় নবী (সা.) মক্কা নগরী সহ পুরো আরব জাহানকে শান্তিময় করে তুলেন। বক্তারা এসময় আরো বলেন, বর্তমান দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর আদর্শ সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে।আর তা হলেই দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালে নাজাত লাভে ধন্য হব আমরা।