মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সোমবার বাদ যোহর হইতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাঁচারী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী,মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা। অ্যাডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।
গণ সমাবেশে বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফুলবাড়ী উপজেলা পরিষদ রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক সভাপতি মাও সেকেন্দার আলী, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী পূর্ব শাখার সাবেক শিক্ষা সম্পাদক, জামায়াতে ইসলামী ফুলবাড়ি উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও ভাঙ্গামোড় ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুস সাত্তার সাজু, শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাও সেফায়েত হোসেন, নাওডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাও শামসুল হুদা বাবুল, কাশিপুর ইউনিয়ন আমীর মাগোলজার হোসেন,ফুলবাড়ি ইউনিয়ন সভাপতি মাওঃ সাইদুর রহমান ও ছাত্রশিবিরের উপজেলা পূর্ব ও পশ্চিম সভাপতিবৃন্দ।
উক্ত গণ সমাবেশে উপস্থিত ছিলেন,জেলা, উপজেলার নেতৃবৃন্দ।