কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবীর মিছিল থেকে একটি মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার আলেম-শিক্ষার্থী এবং মাজারপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিলন মিয়া নামে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী উপলক্ষে জশনে জুলুসকে কেন্দ্র করে হকপন্থি আলেমদের সঙ্গে মাজারপন্থিদের সংঘর্ষ হয়। এতে উপজেলার পূর্ব ছয়সূতি গ্রামের মীর মিলন মিয়া নিহত হয়েছেন।
এ সময় ধাওয়া পাল্টা ধাওয়াসহ একটি মসজিদ ও একটি মাজার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কুলিয়ারচর থানার ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।