মো:আলমগীর হোসেন বাচ্চু(বুড়িচং) কুমিল্লা:
বুড়িচং প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি কাজী খোরশেদ আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন সাবেক সভাপতি আব্দুল মোমেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত৭ টায় বুড়িচং প্রেসক্লাবে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।
বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে বর্তমান কমিটির সভাপতি কাজী খোরশেদ আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি আব্দুল মোমেন।
এ সময় সাবেক সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাবেক সভাপতি মোসলে উদ্দি সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি সূত্রে জানায়,দীর্ঘদিন বুড়িচং প্রেসক্লাব অব্যস্থাপনা জরাজীর্ণ থাকায় কোন কার্যক্রম ছিল না। বর্তমান সভাপতি কাজী খোরশেদ আলম নিজ দায়িত্ব নিয়ে প্রেসক্লাবে সাংবাদিকরা বসে নিউজ তৈরী করতে পারে তিনি সে পরিবেশ তৈরী করেন।
এদিকে বর্তমান কমিটির সভাপতি কাজী খোরশেদ আলম জানান,কুমিল্লা বুড়িচং প্রেসক্লাব হবে সকল সাংবাদিকদের আসল ঠিকানা। এই প্রেসক্লাব হবে সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান,ঐক্যের প্রতিষ্ঠান। তিনি বলেন, সাংবাদিকদের আস্থা-ভালোবাসা এবং ঐক্যের প্রতিষ্ঠান- বুড়িচং প্রেস ক্লাবের সুবিশাল হৃদয়ে একটু জায়গা পেতে চায় মাঠ পর্যায়ের সাংবাদিকরা।আমার আশা এবং বিশ্বাস রাখছি-অবশ্যই ভালো কিছু হবে।