December 21, 2024, 12:21 pm
ব্রেকিং নিউজ
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

ডায়াবেটিস রোগীর মৃত্যুর কারণ হতে পারে হৃদরোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, September 3, 2024
  • 54 দেখা হয়েছে

এখন প্রতিনিয়তই দেখা যায় কম বয়সিদেরও ডায়াবেটিস হচ্ছে। এমনকি সদ্যোজাত শিশুও বাদ এ থেকে বাদ যাচ্ছে না। ডায়াবেটিস রোগীদেরই হার্টে ব্লক, হার্টঅ্যাটাক, হার্ট ফেলিওরের মতো অসুখের সম্ভাবনা দেখা দেয়।

এ বিষয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালের হৃদরোগ চিকিৎসক দিলীপ কুমার বলেছেন, হার্টের রোগের আরও একটি কারণ হলো ডায়াবেটিস। কারণ অল্প বয়সিদেরও ডায়াবেটিস হচ্ছে। এমনকি সদ্যোজাত শিশুও বাদ যায় না এ রোগ থেকে। ডায়াবেটিসজনিত হার্টের অসুখের নাম হলো— ‘ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি’।

চিকিৎসকের ভাষায়— ডায়াবেটিসের রোগীর মৃত্যু সব সময়েই যে রক্তে শর্করা বাড়া বা কমার জন্য হবে, তা কিন্তু নয়; অধিকাংশ ক্ষেত্রেই প্রাণসংশয়ের ঝুঁকি বাড়ে ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিসের রোগীর যদি রক্তে শর্করার মাত্রা যদি বাড়তে থাকে, তা হলে হার্টের কাজ করার ক্ষমতা ২০-২৫ শতাংশ কমে যায়। হার্ট দুর্বল হয়ে পড়ে।এবং মৃত্যুঝুঁকিও বাড়ে।

কার্ডিওমায়োপ্যাথি হলো হৃদপেশির রোগ। হৃৎপিণ্ডের পেশিতে প্রদাহ হয়। হৃদরোগ চিকিৎসক দিলীপ কুমার জানাচ্ছেন, এ ক্ষেত্রে হদপেশি শক্ত হয়ে রক্ত চলাচলে বাধা তৈরি করে। ফলে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যায়। হার্ট ঠিকমতো রক্ত ও অক্সিজেন পাম্প করতে পারে না। তখন ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হতে পারে। হৃদযন্ত্র হঠাৎ করে শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়। ফলে শরীরের কোষে কোষে তো বটেই, মস্তিষ্কেও অক্সিজেন পৌঁছতে পারে না। তখন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। বুকে ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

ডায়াবেটিসের রোগীদের আরও একটি সমস্যা হচ্ছে ‘অ্যাথেরোসক্লেরোসিস’ হওয়ার ঝুঁকিও বেশি থাকে। এ ক্ষেত্রে ধমনীর দেয়ালের মধ্যে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমতে থাকে। একে বলে ‘প্লাক’। এর ফলে ধমনী সংকীর্ণ হয়ে রক্তপ্রবাহকে বাধা দিতে পারে। তখন হার্টঅ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়।

ডা. দিলীপ কুমার জানান, ডায়াবেটিসের রোগীদের নিয়মিত পরীক্ষা করতে হবে রক্তে শর্করার মাত্রা বাড়ছে, না কি কমছে। সেই সঙ্গে বছরে অন্তত একবার হার্টের চেকআপ করিয়ে নিতে হবে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার উপায় হলো স্থূলতা ও লিপিড লেভেলকে নিয়ন্ত্রণে রাখা। যদি খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখা যায়, তা হলেই হার্টের রোগের সম্ভাবনা অনেকখানি কমে যাবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102