পিরোজপুর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পিরোজপুরে শোক র্যালি করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুরে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আয়োজনে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
শোক র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সহ সভাপতি ইমরান আহম্মেদ সজিব, সহ সভাপতি মাহাদী হাসান মেহেদী, আলী আহম্মেদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেহার রাজু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার প্রমুখ।
এছাড়াও পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরনে কালো ব্যাজ ধারন করে।
এসময় বক্তারা বলেন, পিলখানার ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে। গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের গুম খুন হত্যার বিচার করতে হবে। বৈষম্য বিরোধধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার বিচার করতে হবে।