July 9, 2025, 7:31 am
ব্রেকিং নিউজ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ: ফয়েজ আহম্মদ

১১ দফা দাবির আন্দোলনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, July 7, 2024
  • 117 দেখা হয়েছে

ইমরান মোল্লা: খুলনা মহানগরীর দৌলতপুরস্থ দেয়ানা মধ্যপাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস চত্বরে রবিবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা (১১- ২০) গ্রেড কর্মচারী নীতিমালা ও পর্যায়োন্নয়ন সংশোধন পূর্বক পর্যায়োন্নয়ন ও নীতিমালা প্রদান, নতুন পর্যায়োন্নয়ন নীতিমালা বাতিলসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। এসময় কর্মচারী নেতারা বলেন আমাদের দাবী ন্যায় সংগত। আমাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা আন্দোলনে নেমেছি, ওই কারনেই কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি গুলো বাস্তবায়িত হলে আমাদের সম্মান ও জীবনমান আরো উন্নয়ন হবে। এ সময় আন্দোলনরত নেতারা তাদের দাবিগুলো গুলো তুলে ধরেন। তাদের দাবি সমুহের মধ্য ছিল- অর্গানোগ্রাম সংশোধন, প্রথম পর্যায়োন্নয়ন ৩ বছরে, ২য় পর্যায়োন্নয়ন ৪র্থ বছর এবং ৩য় পর্যায়োন্নয়ন ৫ম বছরে দেওয়ার কথা বলেন। পর্যায়োন্নয়নের সাথে সাথে সৃষ্ট পদ তৈরি করে গ্রেডের সাথে পদের নাম পরিবর্তন করার ও অভ্যান্তরীন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মুল্যায়ন করে ৫০% অগ্রাধিকার দিতে হবে বলে জানান। (১১-১৩ ) তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন ৩ বছর অন্তর ও ১৬ তম গ্রেডের প্রথম পর্যায়োন্নয়ন নূন্যতম ১৩ তম গ্রেডে প্রদান করার কথা বলেন। হেবি লাইসেন্সধারী ড্রাইভারদের উচ্চতম গ্রেড দেওয়া সহ ১৮ গ্রেড থেকে সর্বশেষ পর্যায়োন্নয়ন ১০ তম গ্রেডে ও ইলেক্ট্রিশিয়ান প্রথম ধাপে ১৬ তম এবং সর্বশেষ ১০ তম গ্রেডে করার জন্য আহবান জানান। এছাড়া ল্যাব এটেনডেন্ট পদ ১৯ তম গ্রেড থেকে বাদ দিয়ে ১৭ তম গ্রেডে চালু করে সর্বশেষ ধাপ ১০ম গ্রেডে, ২০ তম গ্রেডর প্রথম পর্যায়োন্নয়ন নূন্যতম ১৬ তম গ্রেডে প্রদান এবং প্রতিধাপে পদ সৃষ্টি করে ২০ তম গ্রেড থেকে সর্বশেষ ১০ তম গ্রেড প্রদান করতে হবে। নীতিমালা সংশোধন হওয়ার পর সংশোধিত নীতিমালা সিন্ডিকেটে উপস্থাপন করার পূর্বে খসড়া পর্যায়োন্নয়ন নীতিমালা কর্মচারীদের মাঝে প্রকাশ করার সহ নতুন পর্যায়োন্নয়ন নীতিমালা বাতিল করার দাবি তুলে ধরেন। কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন মো: শরিফুল ইসলাম শাওন,এ,বি,এম, আরিফুল ইসলাম, আব্দুস সালাম, দিদারূল আলম, আল মামুন, জাকির হোসেন সহ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (১১-২০) গ্রেডের সকল কর্মচারীবৃন্দ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102