October 6, 2024, 5:01 am
ব্রেকিং নিউজ

‘কিশোরগঞ্জকে স্মার্ট উপজেলায় রূপান্তর করতে এসেছি’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 10, 2024
  • 86 দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মহিলা —৩ আসনের সংসদ সদস্য আশিকা সুলতানা দিশারী বলেছেন, আমি আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থাকার জন্য আমাকে এলাকায় পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, আমার পরিকল্পনা রয়েছে, এ এলাকাটিকে স্মার্ট এলাকায় রূপান্তর করার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়নমূখি করবো ইনশাআল্লাহ। জামায়াত, বিএনপি, যুদ্ধাপরাধিরা যাতে কৌশলে দলে ঠুকে বিশৃংখলা করতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (৯মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

কিশোরগঞ্জ উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ কতৃর্ক মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মহিলা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আশিকা সুলতানা দিশারী এমপিকে গণসংবর্ধনা দেয়া হয়।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ দিশারী আরও বলেন, আমার বাবা সাবেক সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা মরহুম আজহারুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আমৃত্যু পর্যন্ত করেছেন। তিনি এ এলাকার মাটি মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, একজন বীরমুক্তিযোদ্ধা। আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আপনাদের সহযোগিতা নিয়ে এলাকাটির উন্নয়ন করতে এসেছি। বাবার মত নিরলসভাবে আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই।

কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে গণসংবর্ধনাটিতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এছরারুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট। সম্মানিত অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্যের গর্ভধারিনী হালিমা ইসলাম, বরেণ্য অতিথি ছিলেন বস্ত্র প্রকৌশলী ও বিশিষ্ট সমাজসেবক মাইদুল ইসলাম রাজা, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম সাজু, স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আশুতোষ রায় সিংহ লক্ষণ।

আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হিজবুল্লাহ রহমান ডালিম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফনিভূষন মজুমদার, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোস্তান বিল্লাহ, নিতাই ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102