ইমরান মোল্লা
আন্তজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যরা হলো মো: রাফি(১৮), পিতা-লিটন, সাং-কলাকোপা, থানা-দৌলতখান, জেলা-ভোলা, আকবর হোসেন(৩২), পিতা-নুর ইসলাম, সাং-উত্তর জয়নগর, থানা-দৌলতখান, জেলা-ভোলা ও আব্দুর রশিদ(২৫), পিতা-আব্দুল ওয়াদুদ, সাং-উত্তর জয়নগর, থানা-দৌলতখান, জেলা- ভোলা।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং মূল হোতা। এই চোর চক্রটি দেশের বিভিন্ন জেলা হতে মোটরসাইকেল চুরি করে ফিটনেস পরিবর্তন করে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট বিক্রয় করে থাকে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের সহ অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যহত আছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।