চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি বিশেষ প্রতিনিধি :
সারাদেশব্যাপী মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ৫ম ধাপের প্রথম পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এ ইরফান উদ্দিন আহমেদ ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলার তিন টি ইউনিয়নের যথাক্রমে ১ নং ঘিলাছড়ি,২ নং গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া আশ্রয়ণ প্রকল্পের ভুমিহীন গৃহহীন পরিবারের ঘর পরিদর্শন করেন তিনি।
ইউএনও জানান, ৫ম ধাপের প্রথমপর্যায়ে উপজেলায় এ প্রকল্পের অধীনে জমিসহ মোট ৬টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমি সহ গৃহ প্রধান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, বাঙালহালিয়া ,ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
উপকার ভোগী পরিবার সকলেই প্রধানমন্ত্রীর এই ঘরের ঠাই স্থান উপহার পেয়ে নিজেকে আনন্দিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।