September 19, 2024, 12:08 am
ব্রেকিং নিউজ

লালমনিরহাটে ভোটকেন্দ্রের ভবনে আগুন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, January 6, 2024
  • 86 দেখা হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-১ আসনের হাতীবান্ধায় শেখ সুন্দর মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ভোটকেন্দ্রে থাকা ভোটের সরঞ্জামাদির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের খবর পেয়ে উপজেলা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই প্রাঙ্গণে হলেও আগুন লাগা ভবনটিতে ভোটগ্রহণের কথা ছিল না। ভবনটিতে কোনো নির্বাচন সংশ্লিষ্ট কেউ ছিল না। ফলে পাশের স্কুল ভবনে যথারীতি ভোটগ্রহণ করা হবে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে পরে জানানো হবে। ঘটনার পর ওই স্থানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102