ঠাকুরগাঁও প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ঠাকুরগাঁওয়ে উন্নয়ন বিষয়ক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্যে দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
জনসভার আগে ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভিত বিশিষ্ট দুইতলা ভবন, আকচা ইউনিয়নের শামসিয়া সরকারি প্রাথমি বিদ্যালয়ে ৮৭ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভিত বিশিষ্ট দুইতলা ভবন, দক্ষিণ বঠিনা রিভারভিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট তিনতলা ভবন, দুই কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে বোয়ালিয়া রেজিস্ট্রার সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আখানগর পোল্ট্রি ফার্ম পর্যন্ত দুই কিলোমিটার ৩২ মিটার এবং দুই কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ঢোলারহাট হতে ফাড়াবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।