October 6, 2024, 3:27 am
ব্রেকিং নিউজ

জামালপুর ও ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, November 4, 2023
  • 70 দেখা হয়েছে

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসি ও ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেস ক্লাব। শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সাজ্জাদ আনসারী, বজলুর রহমান, নুরুল হক জঙ্গী ও মোস্তফা মনজু।

এ সময় বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি বাবু চেয়ারম্যানের ছেলে সন্ত্রাসী রিফাত প্রকাশ্য ঘুরলেও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না।

তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা মারধর বা হামলার শিকার হলে এ কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন অনেকেই। এ সময় সাংবাদিক নাদিম হত্যাকারীদেরসহ ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102