অনলাইন ডেস্ক:
ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। মাসখানেক ধরে এমন খবরে সরগরম বলিপাড়া। গত মাসের শেষ দিকে একটি মেটারনিটি ক্লিনিকের বাইরে দেখ যায় অভিনেত্রীকে। সেসময় আনুশকার পোশাক দেখে পাপারজ্জিদের ধারণা হয় যে, তিনি সন্তানসম্ভবা। যদিও অভিনেত্রীর অনুরোধে তার কোনও ছবি প্রকাশ করা হয়নি।
এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা অবস্থার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন বিরাট কোহলি ঘরণি। সেখানে আনুশকার বেবিবাম্প অর্থাৎ স্ফীতোদরের ছবি দিলেন অভিনেত্রী। নেটিজেনদের ধারণা, এই পোস্টের মাধ্যমেই দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। অনুরাগীদের মতে, দ্বিতীয় বার সন্তানের জন্ম দেওয়ার আগে প্রথমবারের স্মৃতি আঁকড়ে ধরছেন আনুশকা।
২০১৭ সালে ইটালির টাস্কানিতে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা। বিয়ের বছর চারেক পরে অভিনেত্রীর কোলজুড়ে আসে মেয়ে ভামিকা। সেপ্টেম্বরের শেষ দিক থেকে কানাঘুষো শোনা যায়, ফের মা হতে চলেছেন আনুশকা। এর মধ্য দিয়ে জল্পনার অবসান হলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।