March 14, 2025, 1:19 pm
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে

সংখ্যালঘু বলে দেশে কিছু নেই: প্রবাসীকল্যাণমন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 14, 2023
  • 93 দেখা হয়েছে

গোয়াইনঘাট  প্রতিনিধি
সংখ্যালঘু বলে বাংলাদেশে কোনো কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ যৌথ আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশ। এখানে সব ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সবাই নিজ নিজ ধর্মীয় আচার ও উৎসব করে আসছেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজাও তেমনি একটি বৃহৎ উৎসব। সুদীর্ঘকাল থেকে চলমান সাম্প্রদায়িক সম্প্রীতির এ চমৎকার সম্পর্ক আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

তিনি বলেন, সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় বলে এ দেশে আলাদা কিছু নেই। আমরা পরস্পর সবাই বাংলাদেশি। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে। সংখ্যালঘু বা হিন্দু পরিচয়ে নয়, নিজের পছন্দ এবং জনকল্যাণে কাজ করে আসা দল হিসেবে নৌকায় ভোট দিন। ধর্ম যার যার উৎসব সবার এমন মানসিকতা তৈরি করে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সবাই শারদীয় দুর্গাপূজায় একীভূত হয়ে আমরা শামিল হব।

দেশের উন্নয়ন অগ্রযাত্রার ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী বলেন, আপনি ভোট দেওয়ার আগে ২০০১ পরবর্তী সরকারের কথা মনে রাখবেন, তারা আপনাদের সঙ্গে কী করেছিল, আর আওয়ামী লীগ কী করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোথায় এগিয়ে গেছে। উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে তিনি সনাতন ধর্মাবলম্বী সবার প্রতি আহ্বান জানান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাহিদুর রহমান, ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, জেলা পরিষদের সদস্য সুবাস দাস প্রমুখ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102