March 14, 2025, 5:23 pm
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে

টানা বৃষ্টিতে হবিগঞ্জে তলিয়ে গেছে ৪৭ একর আমন ধানের জমি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 7, 2023
  • 90 দেখা হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি
গত দুই দিনের টানা বৃষ্টিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে তলিয়ে গেছে প্রায় ৪৭ একর আমন ধানের নিচু জমি। হঠাৎ করে আশ্বিনের এমন বৃষ্টিতে কষ্টের রোপণ করা এমন আমন ধানের জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন অনেক কৃষক। এছাড়াও অব্যাহত বৃষ্টির কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন কেটে খাওয়া ওই কৃষকেরা। যদিও বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরো বিস্তৃর্ণ এলাকার জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, এবার আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৭ হাজার ৮১০ হেক্টর জমিতে লাগানো হয়েছে আমন ধানের চারা। চারা লাগানোর পর থেকে সঠিক পরিচর্যার মাধ্যমেই বেড়ে উঠছিল সোনালি আমন ধান। কিন্তু হঠাৎ করেই টানা দুই দিনের বৃষ্টিপাত যেন সব কিছু তচনচ করে দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে শুক্রবার (০৬ অক্টোবর) বিকেল পর্যন্ত উপজেলায় প্রায় ৪৭ একর (৫২০হেক্টর) আমন ধানের জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো নিচু এলাকার জমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোয়াজ্জেম হোসেন বলেন, গত দুই দিনের টানা বৃষ্টিতে হাওরের পানি বেড়ে যাওয়ায় আমার প্রায় ২৮০ শত রোপন করা আমন ধানের জমি তলিয়ে গেছে। তিনি বলেন, আমরা কৃষক মানুষ কৃষি কাজই আমাদের পোশা। এখন এভাবে আমাদের জমি তলিয়ে গেলে আমরা ব্যাপক ক্ষতিরমুখে পড়ব। কৃষক জুয়েল মিয়া বলেন, আমার ১৪০ শত আমন ধানের জমি প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। কয়েকদিন পানি স্থায়ী হলে সব ধানের চারা নষ্ট হয়ে যাবে। কৃষক বিমল মিয়া জানান, আমি প্রায় দুই লাখ টাকা খরচ করে ৭শ শতক জায়গায় আমন চাষ করেছিলাম। আমার বেশিরভাগ জমিই এখন পানির নিচে।

এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ বলেন, টানা দুই দিনের বৃষ্টিপাতের কারণে উপজেলার নিচু এলাকার ৫২০ হেক্টর বা ৪৭ একর জমি তলিয়ে গেছে। তবে উচু এলাকায় এখনও পানি প্রবেশ করেনি। তিনি বলেন, সাধারণত আমরা কৃষকদের নিচু জমিতে রোপণ করতে নিষেধ করে থাকি কিন্তু দেখা যায় কৃষকেরা ঝুঁকি নিয়েই রোপণ করে। পানি যদি দ্রুত সরে যায় তা হলে ক্ষয়ক্ষতি কম হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহযোগীতার ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102