চট্টগ্রাম: আমেরিকা থেকে অনলাইন নিউজ পোর্টাল বেঙ্গল টাইমস ও ভয়েজ অব নিউজার্সি স্টাফ রিপোর্টার চট্টগ্রাম হায়দার আলীর মাতা কোরবান বিবি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বেঙ্গল টাইমস পত্রিকার সম্পাদক মাসুদ আলম চৌধুরীসহ বেঙ্গল টাইমস পত্রিকার সকল প্রিতিনিধি ।
শুক্রবার (২২সেপ্টেম্বর ) বাদ জুম্মা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নের উত্তর পোমরা নুচ্ছাড় পাড়া হাজী কালু মিয়ার বাড়ির মরহুম আলহাজ্ব কালু মিয়ার স্ত্রী কোরবান বিবি ইন্তেকাল করেছেন, “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মহুমার বয়স ছিল ১০০ বছর।মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, আজ রাত ১০ টার সময় লাতু সিকদার জামে মসজিদে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।