শামসুল হক মামুুন:
ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত হয়েছে কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসন। এই আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের একক প্রার্থী। অন্যদিকে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো.শরীফুল আলম।
বর্তমান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মনোনয়ন চেয়ে ভৈরব পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও অভিনেতা মোঃ শামীম আহমেদ এর ভৈরব -কুলিয়ারচরে আনাচে-কানাচেতে ব্যানার,পেষ্টুন, পোষ্টার,অনলাইন মাধ্যম ফেসবুক, পত্রিকায় এবং মিটিং মিছিল, গণসংযোগ ও উপজেলা ও পৌর জাতীয় পার্টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি এবং অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মোঃ শামীম আহমেদ। এদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়ে প্রচারণা করছেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস ছালাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আইয়ুব হোসেন। কয়েকটি জাতীয় পত্রিকায় ভৈরব উপজেলা জাতীয় পার্টির সদস্য নূরুল কাদের সোহেল একক প্রার্থী নাম উল্লেখ করে সংবাদ প্রচার হলেও মাঠ পর্যায়ে নরুল কাদের সোহেল এর নির্বাচনী কোনো প্রচার প্রচারণা লক্ষ করা যায়নি। গত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতৃবৃন্দের ছবি ব্যবহার না করেই একক ছবি দিয়ে কয়েকজন প্রবাসীর সৌজন্যে ভৈরব উপজেলাবাসীকে শুভেচ্ছা জানান। সে উক্ত পোষ্টারে দলীয় পদবী ও উল্লেখ করে নাই।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকের মনোনয়ন চেয়ে জেলার সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ রুবেল হোসেন প্রচারণা করে যাচ্ছেন। তাছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আরো প্রার্থী রয়েছে বলে জানা যায়।
ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা ও কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসন। ভৈরব-কুলিয়ারচরে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৬১৪ জন। অধিক ভোটার নিয়ে এ আসনে দেশের ৩ বড় রাজনৈতিক দলের তিনজন এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরেও আরও কয়েকটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই গণসংযোগ শুরু করে দিয়েছেন।
এ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজী মুহাম্মদ রুবেল হোসেন গত সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এবার তিনি ভৈরব-কুলিয়ারচর আসনে সংসদ নির্বাচনে ভোটারদের মন কাড়তে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়াচর সংসদীয় আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর পরবর্তী উপনির্বাচনে এ আসনে তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে জাতীয় পার্টি থেকে একবার এবং বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি এই আসন উদ্ধারে মাঠ চষে বেড়াচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতারা তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনি সভা করছেন। অতীতের নির্বাচনগুলোর ভোটের বিশ্লেষণে দেখা যায়, আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির ভোট সবসময় কাছাকাছি ছিল। জয়-পরাজয়ে ভোটের ব্যবধানও ছিল কম। তাই এলাকার সাধারণ মানুষ মনে করে আগামী নির্বাচনেও ভোটের ফলাফল কাছাকাছি থাকবে। লড়াই হবে হাড্ডাহাড্ডি।অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আমার নির্বাচনী এলাকার ভোটাররা অপেক্ষায় রয়েছেন কবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা হলে ভৈরব-কুলিয়ারচরে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়ী হবে। জাতীয় পার্টির দলীয় মনোনয়নপ্রত্যাশী
ভৈরব পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও অভিনেতা মোঃ শামীম আহমেদ বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি ভৈরব ও কুলিয়ারচরে মানুষের কাছে আনাচে-কানাচেতে ব্যানার,পেষ্টুন, পোষ্টার,অনলাইন মাধ্যম ফেসবুক, পত্রিকায় এবং মিটিং মিছিল, গণসংযোগ ও উপজেলা ও পৌর জাতীয় পার্টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি এবং অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে ব্যস্ত সময় পার করছি কারণ আমি বিশ্বাস করি জাতীয় পার্টি সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে উঠলে এ আসন থেকে জাতীয় পার্টির বিজয়ের সম্ভাবনা রয়েছে। কারণ জাতীয় পার্টি সরকার ক্ষমতাবস্তায় বাংলাদেশের ব্যাপক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। রাষ্ট্র ধর্ম ইসলাম একমাত্র জাতীয় পার্টি সরকার এর সফল রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মাহমুদ এরশাদ এর অবদান ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম এবং ভৈরব থেকে ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের রূপকার।
বাংলাদেশে প্রথম আন্তঃনগর ট্রেনের রূপকার
পল্লীবন্ধু খ্যাত সফল রাষ্ট্র নায়ক হুসাইন মাহমুদ এরশাদ। অত্র এলাকার মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে বলে তিনি দাবি করেন।
ইতিপূর্বে ভৈরব -কুলিয়ারচর উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠন সম্মেলন এর মাধ্যমে সাংগঠনিক ভাবে জোরদার করা হচ্ছে। আর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে আমি মনোনয়ন পাব। সে মোতাবেক আমি ভৈরব-কুলিয়ারচরে জনসংযোগ করছি