April 5, 2025, 11:03 pm
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে: প্রেস সচিব বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা হেফাজতের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

টুপি নবিজির সুন্নাহ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, September 8, 2023
  • 113 দেখা হয়েছে

উবায়দুল হক খান
টুপি, যা দিয়ে পুরুষের মাথা বা মাথার চুল ঢেকে রাখা হয়। এটি নবিজি (সা.)-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। সুন্নাহসম্মত পোশাক টুপি। এটি ইসলামি আদি সভ্যতার অনুষঙ্গ। মুসলিম উম্মাহর শিআর বা নিদর্শন।

মুসলমানদের জাতীয় পোশাকের মধ্যে অন্যতম। হাদিস ও আসারে এর অসংখ্য প্রমাণ বিদ্যমান। শরিয়তের বিধান অনুযায়ী, শুধ ঘুমানোর সময় ছাড়া সর্বাবস্থায় টুপি পরা সুন্নাত বা মুস্তাহাব। এটি শুধু নামাজ বা সভা-সমাবেশের সঙ্গে নির্দিষ্ট নয়; বরং রাসূল (সা.) এবং সাহাবায়ে কেরাম (রা.) সব সময় পাগড়ি-টুপি পরিধান করতেন।

হজরত হাসান বিন মেহরান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, এক সাহাবি বলেছেন, আমি রাসূল (সা.)-এর সঙ্গে তার দস্তরখানে খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি (আল ইসাবাহ : ৪/৩৩৯)।

উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, রাসূল (সা.) সফর অবস্থায় কানবিশিষ্ট টুপি পরতেন আর আবাসে শামী টুপি পরতেন (আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে : ২০২)। হজরত উমর ইবনে খাত্তাব (রা.) রাসূল (সা.)কে বলতে শুনেছেন শহিদ হলো তিন শ্রেণির লোক : এমন মুমিন… এবং রাসূল (সা.) মাথা তুললেন। তখন তার টুপি পড়ে গেল। অথবা বলেছেন, উমরের টুপি পড়ে গেল (মুসনাদে আহমদ : ১৪৬; জামে তিরমিজি : ১৬৪৪)।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.)-এর তিন রকম টুপি ছিল। এক. সাদা তুলার আস্তরণবিশিষ্ট টুপি, দুই. ডোরাদার ইয়ামানি চাদর দ্বারা নির্মিত টুপি এবং তিন. কান ঢাকা যায় এমন টুপি। এটি তিনি সফরকালে পরতেন এবং কখনো কখনো নামাজ আদায়ের সময় সেটি সামনে রেখে দিতেন (আখলাকুন নবি : ২/২১১-৩১৫)।

আলেমরা এ ব্যাপারে একমত, টুপি পরা মুস্তাহাব এবং চার ইমামের সবাই বলেন, নামাজ আদায়ের সময় টুপি পরিধান করা মুস্তাহাব আর অবহেলা করে টুপি পরিধান না করে নামাজ পড়া মাকরুহ, যদিও নামাজ আদায় হয়ে যাবে (ফাতাওয়ায়ে কাজিখান : ১/১৩৫; রদ্দুল মুখতার : ১/৬৪০; ফাতাওয়ায়ে তাতারখানিয়া : ১/৫৬৫)। ‘পাগড়ির মতো টুপিও মুসলিম জাতীয় পোশাকের একটি উৎকৃষ্ট পোশাক। হাদিস ও আসারে এর অসংখ্য প্রমাণ বিদ্যমান (যাদুল মাআদ : ১/১৩৫)।

অতএব, প্রমাণিত হলো ইসলামে সুন্দর পোশাকের অংশ টুপি। নামাজে সুন্দর পোশাকের পূর্ণতার জন্য টুপি পরা মুস্তাহাব আমল। আল্লাহতায়ালা ইরশাদ করেন, তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো (সূরা আরাফ : ৩১)। তাফসিরে রুহুল মাআনিতে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, হজরত হাসান ইবনে আলী (রা.) নামাজের সময় সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করতেন, একদিন কেউ তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহতায়ালা সুন্দর। তিনি সুন্দরকে পছন্দ করেন। তাই আমি আমার প্রভুর জন্য সুন্দর পোশাক পরিধান করি (রুহুল মাআনি : ৪/৩৪৯)।

আল্লাহতায়ালা মুসলিম উম্মাহকে টুপির গুরুত্ব উপলব্ধি করার তাওফিক দান করুন। নবিজির সব সুন্নাতকে আঁকড়ে ধরার তাওফিক দান করুন। শুধু নামাজ পড়াবস্থায় নয়; বরং সর্বাবস্থায় টুপি পরে থাকার তাওফিক দান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102