May 18, 2024, 12:19 pm
ব্রেকিং নিউজ

জামালপুরে বন্যায় পানিবন্দি ৪০ হাজার মানুষ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, September 2, 2023
  • 55 দেখা হয়েছে

জামালপুর প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। বন্যা কবলিত ইউনিয়নগুলো হলো দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ও চিকাজানী ইউনিয়ন এবং ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন।

জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। বন্যার পানি ঢুকে পড়ায় জামালপুর সদর উপজেলা ছাড়া বাকি ছয়টি উপজেলা দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার নিম্নাঞ্চলের ২ হাজার ৮৭ হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে।

এছাড়াও বন্যার কারণে ইসলামপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে ও এ উপজেলার ২৫ কিলোমিটার সড়ক জলমগ্ন হয়ে পড়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই দুর্গত এলাকাগুলোতে বিতরণ করা হয়েছে ১০০ মেট্রিকটন চাল। এছাড়া ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে, দেওয়া হয়েছে গোখাদ্য কেনার টাকাও।

জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ শনিবার বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102