May 18, 2024, 9:43 am
ব্রেকিং নিউজ

বাংলাদেশে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, August 28, 2023
  • 69 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক
বাংলাদেশে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
দু’টি ধারা জামিনযোগ্য করে খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরও বলেন, এখানে বহু ধারা সংশোধন হয়েছে। এটার আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।

গত ৭ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সাইবার নিরাপত্তার বাস্তবতায় ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করা হয়েছে বলে ওই দিন জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102