এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি
“সংগ্রাম স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যে কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।মঙ্গলবার(৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল দোয়া এবং আর্থিক অনুদান,সেলাই মেশিন,প্রশিক্ষণ ভাতা – সনদপত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মীঠু, বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান,উপজেলা সাব রেজিস্ট্রার. রাজেশ চক্রবর্তী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুর আজম, তথ্য আপা খাদিজা আক্তার, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, ষোলনল ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমুন, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস ছাত্তার, প্রশিক্ষক হালিমা খাতুন, মোঃ জসিম উদ্দিন, জাহেনারা খাতুন প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান সেলাই মেশিন,আর্থিক অনুদান ও সনদপত্র বিতরণ করেন।অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সম্মেলন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।