May 19, 2024, 1:01 am
ব্রেকিং নিউজ

পটুয়াখালীতে অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, August 7, 2023
  • 64 দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে অবিরাম বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারি বৃষ্টির সাথে মাঝে মধ্যে দমকা ও ঝড়ো বাতাস বইছে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে নিম্নাঞ্চল এবং ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন কেউ ঘর থেকে বের হচ্ছে না। তবে নদ-নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোসা. মাহবুবা সুখী জানান, গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ু প্রভাবে গত (রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ৭৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এ অবস্থা অব্যাহত থাকবে। এছাড়াও গত তিন দিনে ১৭৩ দশমিক ২ মিলিমিটার ও গত ছয় দিনে ২৯৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102