April 29, 2024, 4:14 pm
ব্রেকিং নিউজ

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, July 27, 2023
  • 56 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে স্ত্রীকে হত্যার ২১ বছর পর মো. ফজুল (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতার হওয়া ফজুল হক ২০০২ সালের ১২ অক্টোবর তার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে দীর্ঘ সময় পলাতক থাকার পর সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‌্যাব-১৪’র সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার ফজুল ও ফুলপুরের নিহত জাহিদা খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর ২০০২ সালে তাদের সংসারে পারিবারিক কলহ দেখা দেয়। কলহের জেরে জাহিদা খাতুন তার বাবার বাড়ি গিয়ে রাইস মিলে শ্রমিকের কাজ নেয়। পরে দুই মাস পর জাহিদার সাথে দেখা করতে ফুলপুরে যায় দার স্বামী। ঘটনার দিন ২০০২ সালের ১২ অক্টোবর জাহিদা রাইস মিল থেকে ফেরার পথে দেখা হয়। সেখান থেকে জাহিদাকে কিছুটা দূরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে তার স্বামী। পরদিন জাহিদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এই ঘটনার নিহত জাহিদা মা মোছা. জমিলা খাতুন বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে ফজুল পলাতক ছিলেন। পরে ওই মামলায় ২০১০ সালের ৭ মার্চ আদালত ফজুলকে যাবজ্জীবন সাজা দেন আদালত।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102