May 18, 2024, 4:28 pm
ব্রেকিং নিউজ

ঝিনাইদহে নাটক ‘অপমৃত্যু’র টেকনিক্যাল শো প্রদর্শিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, July 26, 2023
  • 56 দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে আত্মহত্যা, যৌতুক, বাল্যবিবাহ মাদকাসক্ত ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক নাটক অপমৃত্যু’র টেকনিক্যাল শো প্রদর্শিত হয়েছে। দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে নাটকটির এই শো পরিবেশিত হয়।

সাঈদ সরোয়ার’র রচনায় ও নাজিমুদ্দিন জুলিয়াস’র নির্দেশনায় জনসচেতনতামূলক নাটকে অভিনয় করেন অংকুর নাট্য একাডেমীর নাট্য শিল্পীরা।
বাল্যবিবাহ ও যৌতুকের কারণে একটি মেয়ের উপর মানসিক ও শারীরিক নির্যাতন হয়। অসহায় হয়ে পড়া মেয়েটির আত্মহননের পথ বেছে নেওয়া, মাদকাসক্ত ব্যক্তির নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়াসহ নানা দিক তুলে ধরা হয় নাটকটিতে।

টেকনিক্যাল শো অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, আজীবন সদস্য ও সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম টুকু, জয়া রানী চন্দ্র অধ্যক্ষ, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এসডাব নির্বাহী পরিচালক মিজানুর রহমান মিজান, অংকুর নাট্য একাডেমীর আজীবন সদস্য জিয়াউল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102