March 12, 2025, 7:22 pm
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ

নুরুল ইসলাম ছিলেন দেশের শিল্পপতিদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র – – পীর মিসবাহ এমপি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, July 23, 2023
  • 101 দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ জুলাই )রাত সাড়ে ৯ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে ।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবর রহমান পীরের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
প্রধান অতিথির বক্তব্যে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের চেয়ারম্যান ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের একজন সফল শিল্প উদ্যোক্তা ছিলেন। একদিকে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তীতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার জন্য শিল্প-কারখানা গড়ে তোলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তাঁরই স্বপ্নে দেশে গড়ে উঠেছে যমুনার একাধিক ইন্ডাষ্ট্রিয়াল পার্ক। দেশে বেসরকারী খাতে কর্মসংস্থানের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এখন যমুনা গ্রুপ। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা অনন্য। তিনি ছিলেন দেশের শিল্পপতিদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক শিল্পোদ্যোক্তাকে হারিয়েছে। তাঁর হাতে গড়া গণমাধ্যম দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন তাঁরই অনুপ্রেরণায় সাহসী সাংবাদিকতার প্রতিকৃত হিসেবে দাঁড় করিয়েছেন। দুর্নীতিবাজদের চোখ রাঙানি পরোয়া না করে নিরন্তর সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে যাচ্ছে দু’টি গণমাধ্যম। তাঁর আকস্মিক চলে যাওয়ায় আমরা একজন দেশপ্রেমিক ও সাহসী মানুষকে অকালে হারিয়েছি। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। তবে তাঁর কর্মযজ্ঞের মধ্যেই তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাউয়া ডিগ্রী কলেজে বাংলা প্রভাষক মোহাম্মদ দুদাল মিয়া, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, রিপোটার্স ইউনিটের কার্য নির্বাহী সদস্য মাসুম হেলাল, যুগান্তরের সাবেক জেলা প্রতিনিধি একেএম মহিম, যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিবেদক আমিনুল ইসলাম।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা রশিদ আহমদ, দৈনিক যায় যায় দিনের স্টাফ রিপোর্টার ঝুনু চৌধুরী, এনটিভি ইউরোপের সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফুর রহমান, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার শামসুল কাদির মিছবাহ, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, ঢাকা ট্রিবিউন পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আশিকুর রহমান রহমান পীর, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি দিলাল আহমেদ, সাংবাদিক নজরুল আহমেদ, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার চৌধুরী, এশিয়ান টিভির সুনামগঞ্জ প্রতিনিধি আল আমিন, স্বজন সদস্য শাহ মুশাহিদ আলম ফয়সাল, তৌফিকুর রহমান সাদিক প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর শহরের আরপিনগর জামে মসজিদে পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল রকিব বিশ্বম্ভরপুরী। পরে উপস্থিত সবার মাঝে শিরনী বিতরণ করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102