May 18, 2024, 11:21 am
ব্রেকিং নিউজ

কুমিল্লায় বিএনপির গাড়িবহরে হামলা, আহত শতাধিক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 14, 2023
  • 51 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে পদযাত্রায় অংশগ্রহণের জন্য যাওয়ার পথে কুমিল্লার লাকসামে বিএনপির গাড়িবহরে হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। এ সময় ৩০-৩৫টি মাইক্রোবাস ও বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়। আজ শুক্রবার লাকসাম বাইপাস এলাকার কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লার বিএনপি নেতারা জানান, আজ বিকেলে নোয়াখালীতে পদযাত্রার অংশগ্রহণের জন্য জেলার মুরাদনগর, বরুড়া, লালমাই, সদর দক্ষিণ, লাকসাম ও নাঙ্গলকোট উপজেলা থেকে কয়েক শ মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে যাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। গাড়িবহর লাকসাম বাইপাস এলাকায় এসে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ক্ষমতাসীন দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাইক্রোবাস ও অন্যান্য গাড়ির গতিরোধের পর ভাঙচুর করে।
হামলায় ৩০-৩৫টি মাইক্রোবাস ও গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা।

আহতদের মধ্যে রয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি বসিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশা ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া।

এ ঘটনার নিন্দা জানিয়ে আহত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসঙ্গে এই সরকারের পদত্যাগ দাবি করছি।’

নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূইয়া বলেন, ‘পদযাত্রা অংশ নিতে গিয়ে লাকসামে আমার গাড়িসহ ৩০-৩৫টি গাড়ি ভাঙচুর করে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা অত্যন্ত দুঃখজনক।’

হামলার বিষয়ে লাকসাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি ইউনুস ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি এ মাত্র সাংবাদিকদের কাছে শুনেছি। তবে এ ধরনের কোনো ঘটনা লাকসামে ঘটেনি।’

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনাটি শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102