March 12, 2025, 7:55 pm
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ

 ১৫ জুলাই সুনামগঞ্জ শহরের অবৈধ দখলকৃত ৫ টি খাল উদ্ধার অভিযান

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 14, 2023
  • 108 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু’,সুনামগঞ্জ:

দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ শহরের ৫ টি খাল অবৈধ দখলদার গণ দখলে নিয়ে নানা স্থাপনা তৈরি করে আছেন। কেউ কেউ মার্কেট, স্কুল, মাদ্রাসা ঘর বাড়ি করে দিব্যি আরাম আয়েস করছেন। অপরদিকে শহরের হাজার হাজার মানুষ জলা বদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্চেন। খাল দখলের কারণে সামান্য বৃষ্টিপাত হলে সড়ক গুলো পানিতে তলিয়ে যায়। এমনকি বাড়ির আঙ্গিনা সহ ঘরে ও পানি প্রবেশ করে। দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলে আসছিল কিন্ত কোন সমাধান নেই। বিভিন্ন সময় সুনামগঞ্জ শহরের মানুষ নানা ফোরামে দাবী জানান সমাধান করার কিন্ত আশ্বাস প্রদান ছাড়া আর কিছুই হয়নি।

অবশেষে উচ্চ আদালতের নির্দেশে আগামী ১৫ জুলাই থেকে অবৈধ দখলকৃত খাল গুলো উদ্ধার অভিযান শুরুর কথা রয়েছে। খাল গুলো হলো সুনামগঞ্জ শহরের কামার খাল, তেঘরিয়া খাল, বড়পাড়া খাল, বলাইখালী খাল, ধোপাখালী খাল, নলুয়খালী খাল ও গাবরখালী নামক খালের মধ্যে ৫টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভা।

১৫ জুলাই শনিবার সকাল থেকে পূর্বে লাল দাগ দিয়ে চিহ্নিত করা খালগুলোর দখল স্থাপনা উচ্ছেদ করা হবে বলে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে এই মাইকিং করা হয়।

উল্লেখ্য, গত বছর ১ ডিসেম্বর সুনামগঞ্জ পৌর শহরের ৭টি খাল উদ্ধারের জন্য একটি পরিবেশবাদী সংগঠনের (বেলা) পক্ষ থেকে ৭টি খাল উদ্ধারে প্রয়োজনীয় প্রতিকার চেয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার মেয়র, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনকে প্রথমে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরে ওই পরিবেশবাদী সংগঠন উচ্চ আদালতে মামলা দায়ের করে। আদালত সম্প্রতি সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকার পাঁচটি খালের দখলদারদের পূর্ণ তালিকা করে তাদের উচ্ছেদের আদেশ দিয়েছেন। একই সঙ্গে খালগুলোর সীমানা নির্ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী উদ্ধার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

পৌরসভার গুরুত্বপূর্ণ সাতটি খালের পাঁচটিরই অস্তিত্ব নেই। এক সময়ের বড় বড় খাল ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা দখল করে রেখেছেন। অস্তিত্ব হারানো খালগুলোর মধ্যে অন্যতম ‘কামারখাল’ খাল। ৮৪ জন প্রভাবশালী খামারখাল দখল করেছেন। এ কারণে পৌরসভার ড্রেন কোনো কাজে লাগছে না। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। পৌরসভার প্রায় দুই লাখ মানুষকে এমন বিপজ্জনক অবস্থা থেকে বাঁচাতে ইতোপূর্বে ওই পরিবেশবাদী সংগঠন উচ্চ আদালতে মামলা দায়ের করে। সুনামগঞ্জ শহরে পাঁচ খাল উদ্ধারের দাবিতে জেলা আইনজীবী সমিতিসহ একাধিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সম্প্রতি অবৈধ দখলদারদের স্থাপনা চূড়ান্ত করেছে স্হনীয় প্রশাসন। সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও সালমা পারভীন জানান আমরা ইতিমধ্যেই অবৈধ দখলদার দের চিহ্নিত করে উদ্ধার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি। সুনামগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতার ও দরকার। কারণ এসব অবৈধ দখলদার নানা ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও পৌরসভার মেয়র নাদের বখত সহ উর্ধ্বতন কর্ম কর্তা গণ ইতিমধ্যেই অবৈধ দখলকৃত স্থাপনা করেছেন। তারা জানিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন এখন শুধু উদ্ধার অভিযান চালানো।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102