May 18, 2024, 9:58 am
ব্রেকিং নিউজ

কেটিসিসির উন্নয়নের সার্থে সমবায় ও কর্মচারীদের সাথে নিয়ে কাজ করব:জোনায়েদ শিকদার তপু

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, July 12, 2023
  • 169 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা কেটিসিসিএলি:এর সাপ্তাহিক ট্রেনিং ও চলমান সমবায়দের উন্নয়ন কার্যক্রমের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ জুলাই)দুপুর ১২টায় কুমিল্লা কেটিসিসিএলি:এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কেটিসিসিএলি:এর সাপ্তাহিক ট্রেনিং সভায় সভাপতিত্ব করেন কেটিসিসিএলি:এর সংস্হার ভাইস চেয়ারম্যান ও মহানগর কৃষকলীগ যুগ্ন আহবায়ক মো: জোনায়েদ শিকদার তপু ।No description available.

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের  সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,বিশিষ্ট্ ব্যবসায়িক পেইথ কুমিল্লার  সভাপতি মেজবাহ উদ্দিন জাহেদ( শাহিন ), কেটিসিসিএলি:এর নির্বাহী সদস্য আবদুল মালেক,কেটিসিসিএলি:এর প্রচার ও প্রশিক্ষণ পরিচালক হুমায়ূন বীর,কেটিসিসিএলি:এর ফ্লিড পরিচালক জাহাঙ্গীর আলমএবং কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন ।No description available.

এদিকে  কেটিসিসিএলি:এর সাপ্তাহিক ট্রেনিং সভায় মুক্ত আলোচনায় কেটিসিসিএলি:এর সংস্হার ভাইস চেয়ারম্যান ও মহানগর কৃষকলীগ যুগ্ন আহবায়ক মো: জোনায়েদ শিকদার তপু  সমবায়ীরা বলেন,কেটিসিসির উন্নয়নের সার্থে সমবায়দের সহযোগিতা প্রয়োজন।সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যকারি ভুমিকা রাখছে।আশা করি, সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।No description available.

আলোচনা সভার শেষে সবার লটারি মাধ্যমে ৩ জন সমবায়ী সদস্যদের পুস্কার তোলেদেন কেটিসিসিএলি:এর  সংস্হার ভাইস চেয়ারম্যান ও মহানগর কৃষকলীগ যুগ্ন আহবায়ক মো: জোনায়েদ শিকদার তপু ।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102