March 12, 2025, 8:17 pm
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশেই পুলিশ কাজ করবে- আইজিপি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 7, 2023
  • 86 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু’,সুনামগঞ্জ:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশেই কাজ করবে। নির্বাচন সুষ্ঠু গ্রহন যোগ্য করতে নির্বাচন কমিশন যে নির্দেশ দিবে পুলিশ সেই অনুযায়ী দায়িত্ব পালন করবে। যে কোন ধরনের নাশকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদকে কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা চাই বাংলাদেশ আরও উন্নতির শিখরে পৌছাঁক। বিগত করোনা সহ বৈশ্বিক মন্দার মধ্যে ও বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনেক ভাল অবস্থানে ছিল। জিডিপির হার ও বৃদ্ধি পেয়েছিল। আমাদের উন্নয়ন ও বাধাগ্রস্ত হয়নি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগুচচ্চি। বাংলাদেশ পুলিশ বাহিনী সব দিক দিয়েই আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে উঠেছে। প্রতিটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন। সাংবাদিকরা ও এখন আর ও বেশী স্মার্ট ও আধুনিক সুযোগ সুবিধা এবং নিত্য নতুন ডিভাইস ব্যবহার করছেন। এক সময় স্কুল কলেজে অনেক দুর পায়ে হেটে কিংবা নৌকায় যেতে হত আর এখন গ্রামে ও স্কুল কলেজের অভাব নেই,অনেক কাছাকাছি। আমাদের সুনামগঞ্জে প্রতি বছর বন্যা হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় কিন্ত আমরা সংগ্রাম করে সফলতার সাথেই বেঁচে আছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও উপহার দেয়া হয়। গৃহহীন ও ভূমিহীন দের প্রচুর ঘর নির্মাণ করে দিচ্ছেন।
৭ জুলাই শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে হত দরিদ্র দের খাদ্য ও বস্ত্র বিতরণ কালে আইজিপি এসব কথা বলেন।
এ সময় দুইশত অসহায় দুঃস্থ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান,সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, কমান্ডেন্ট আর আর এফ সিলেট মো হুমায়ুন কবির, কমান্ডেন্ট অফিসার সপ্তম এফপিবিএন সিলেট খন্দকার ফরিদুল ইসলাম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পুলিশ সুপার নিকোলিন চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা গন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102