অনলাইন ডেস্ক :
ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার লাশ। কিন্তু মাঝপথেই হঠাৎ জেগে উঠলেন মৃত নারী। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেছেন ওই নারীর স্বজনেরা।
দেশটির উদন থানি প্রদেশের বাসিন্দা ৪৯ বছরের চাতাপর্ন স্রিপহোনলা। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। সম্প্রতি হাসপাতাল থেকে জানানো হয় যে, স্রিপহোনলার সময় ঘনিয়ে আসছে। এমন অবস্থায় তার আত্মীয়রা শেষ সময় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। খালিজ টাইমসের খবরে জানানো হয়, বাড়ি যাওয়ার পথেই ২৯ জুন স্রিপহোনলা মারা যান। অন্তত তার আত্মীয়রা তাই ভেবেছিলেন। তারা দ্রুতই অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে।
কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়ার পথেই সবাইকে চমকে দিয়ে তিনি জেগে ওঠেন স্রিপহোনলা। এ নিয়ে তার মা বলেন, আমার মেয়েকে হাসপাতালে রেখে ক্যানসারের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা বলেন, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ অবস্থায় তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেই আমরা।
এদিকে অন্ত্যেষ্টিক্রিয়ার পথে স্রিপহোনলার জেগে ওঠার পর দ্রুত তাকে আবারও হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এই ঘটনায় তার আত্মীয়রা পুরোপুরি হতবাক হয়ে আছেন। তবে তাদের বিশ্বাস যে, স্রিপহোনলা মূলত শেষ বারের মতো তার সন্তানদের একবার দেখার জন্য বেঁচে আছেন। সূত্র: রয়টার্স।