ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রবিউল ইসলাম রবি।
এ সময় সরকারের উন্নয়নের কথা তুলে ধরাসহ ঠাকুরগাঁও-৩ আসনের নৌকার মাঝি হিসাবে সকলের পাশে থাকার কথা জানান রবিউল ইসলাম রবি। এছাড়াও তিনি ঠাকুরগাঁও-৩ আসনের এবারের নৌকার মনোনয়ন প্রত্যাশী বলেন জানান।
তিনি সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই আজ সারা দেশে এতো উন্নয়ন। আজ দেশের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া আছে। তাই এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সামনের নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে নৌকাকে ভোট দেবার আহবান জানান।