April 4, 2025, 5:10 pm
ব্রেকিং নিউজ
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ

মার্তিনেজকে যা উপহার দিলেন প্রতিমন্ত্রী পলক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, July 3, 2023
  • 95 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ মাত্র ১১ ঘণ্টার সফরে ঢাকায় এসেছেন। সোমবার ভোরে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর পর সেখান থেকে সরাসরি হোটলে গিয়ে বিশ্রাম নেন এই আর্জেন্টাইন তারকা।

সংক্ষিপ্ত সফরে আসায় তিনি বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি যে উন্মাদনা সেটা প্রত্যক্ষ করতেই পারলেন না। কারণ সময় সংক্ষিপ্ত হওয়ায় সাধারণ ভক্তদের সঙ্গে কোনো ইভেন্টই রাখা হয়নি তার সফরসূচিতে।

স্বাভাবিক কারণেই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের কিছুটা মন খারাপ। তবে তিনি কথা দিয়েছেন, আবারও বাংলাদেশে আসবেন। তবে শুধু একা নন, বরং পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে আসবেন এবং বাংলাদেশ দলের সঙ্গে ফুটবল ম্যাচও খেলবেন।

এমন তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মার্তিনেজ তাকে কথা দিয়েছেন, আবারও বাংলাদেশে আসবেন পুরো আর্জেন্টিনা দলকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলতে চান তিনি।

ফান্ডেডনেক্সট নামে একটি আইটি প্রতিষ্ঠান মার্তিনেজকে ঢাকায় আনার ক্ষেত্রে স্পন্সর করে। রাজধানীর প্রগতি সরণিতে এই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করেন লিওনেল মেসির এই সতীর্থ। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেখানেই আবারও বাংলাদেশে আসার বিষয়ে কথা দেন মার্তিনেজ।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এমিলিয়ানো মার্তিনেজকে একটি বাজপাখির প্রতিকৃতি, একটি নৌকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়। উল্লেখ্য, গোলপোস্টে ক্ষিপ্রতার জন্য বাংলাদেশে বাজপাখি নামেই পরিচিত মার্তিনেজ।

এ বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের মানুষ যে মার্তিনেজকে বাজপাখি হিসেবে জানে, সে ব্যাপারটা আর্জেন্টাইন এই গোলরক্ষকও জানেন। এ কারণে ঢাকায় এসে বাজপাখি শব্দটা মুখস্ত করে নেন তিনি। বাজপাখি, নৌকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার পেয়ে খুব খুশি হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102