May 18, 2024, 2:29 pm
ব্রেকিং নিউজ

গুগল সার্চে ওয়েবসাইটের পাশাপাশি মিলবে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তথ্যও

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, June 27, 2023
  • 67 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
গুগল সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো তথ্য খুঁজলে সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্য দেখায় গুগল। সংক্ষিপ্ত তথ্যের সঙ্গে ওয়েবসাইটের ঠিকানা থাকায় ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন।

ব্যবহারকারীদের আরও বেশি বিস্তারিত তথ্য জানার সুযোগ দিতে গুগল সার্চে যুক্ত হচ্ছে ‘পারস্পেকটিভস’ ফিল্টার। নতুন এ সুবিধা চালু হলে ওয়েবসাইটের পাশাপাশি রেডিট, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তথ্য সার্চ ফলাফলে দেখাবে গুগল। ফলে নির্দিষ্ট বিষয়ে এখনকার তুলনায় আরও বেশি তথ্য পাওয়া যাবে।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, পারস্পেকটিভস ফিল্টারে ক্লিক করলে ওয়েবসাইটের তথ্যসহ ইন্টারনেট ব্যবহারকারীদের আদান-প্রদান করা একই বিষয়ের ভিডিও, ব্লগ বার্তা, ছবি ও পোস্ট দেখা যাবে।

গুগলের তথ্যমতে, নতুন এ সার্চ পদ্ধতি চালু হলে শুধু ওয়েবসাইটে থাকা তথ্যের ওপর ভরসা করতে হবে না ব্যবহারকারীদের। শুধু তা-ই নয়, সার্চ ফলাফলের সঙ্গেই প্রশ্নের বিস্তারিত ফলাফল স্ন্যাপশট বা ছবি আকারে দেখা যাবে। ফলে যেকোনো বিষয়ে দ্রুত বিস্তারিত তথ্য জানার সুযোগ মিলবে।

নতুন এ ফিল্টার গুগল সার্চে ইমেজেস, ম্যাপস ও অন্যান্য ট্যাবের পাশে যুক্ত করা হবে। ফলে গুগলে কোনো কিছু লিখে অনুসন্ধানের সময় ফিল্টারটিতে ক্লিক করলেই ওয়েবসাইটের পাশাপাশি টুইটার, রেডিট, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পোস্টের তথ্য জানা যাবে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের এ সুবিধা পরখ করার সুযোগ দিচ্ছে গুগল। শিগগিরই নতুন এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102