May 19, 2024, 1:39 pm
ব্রেকিং নিউজ

ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতা সহ ৩ জন কে গ্রেফতার করেছে র‌্যব-৬

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, June 22, 2023
  • 58 দেখা হয়েছে

 

ইমরান মোল্লা

 

ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতা সহ ৩ জন কে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‌্যব-৬

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গত ২১/০৩/২০২৩ তারিখ সন্ধায় শ্যামপুর থানাধীন জুরাইন পাইপরাস্তা এলাকা হতে এক নারীকে আসামীরা সৌদিআরবে ভাল বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে ইন্ডিয়া বসিরহাট নিয়া যায়। পরবর্তীতে তাকে কলকাতার একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। অতঃপর ভিকটিম যৌনপল্লীর অত্যাচার সহ্য করতে না পারায় উক্ত যৌনপল্লী পরিচালনাকারী লোকজন তাকে আসামীদের নিকট ফেরৎ প্রদান করে তাদের কাছ থেকে গৃহিত অর্থ ফেরত চাইলে আসামীরা অন্য একটি হোটেলে নিয়ে ভিকটিমকে বেধে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে যাতে সে যৌনপল্লীতে যৌনকর্মী হিসেবে কাজ করতে রাজি হয়। তখন ভারতীয় একটি এনজিও বিডিএল স্মাইল চাইল্ড ফাউন্ডেশন উক্ত ঘটনা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিম বর্তমানে উল্লেখিত এনজিওর হেফাজতে আছে। আসামীরা সংঘবদ্ধ মানবপাচার চক্রের প্রধান ও সক্রিয় সদস্য। নিরীহ দরিদ্র মেয়েদেরকে সৌদিআরবসহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারনার ফাঁদে ফেলে নগদ টাকা আত্মসাৎ করা ও দেশের বাহিরে মোটা অংকের টাকার বিনিময় পতিতালয়ে বিক্রি করাই তাদের পেশা। উক্ত ঘটনার বিষয় অবগত হয়ে ভিকটিমের স্বামী মোঃ ফয়সাল ডিএমপি, ঢাকা শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল ২২ জুন ২০২৩ তারিখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নারী অপহরন পূর্বক পতিতাবৃত্তি করানোর জন্য বিদেশে পাচার করা সংঘবদ্ধ চক্রের প্রধান এজাহারনামীয় ১নং আসামী মোঃ ইমরান গাজী (৩০), ২। সাবানা সুলতানা (২৫)উভয় থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা ও ৩। আব্দুস সালাম শেখ, থানা- কয়রা, জেলা- খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, ইতিপূর্বে কয়েকজন নারীকে তারা পাশ্ববর্তী দেশে পাচার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে ডিএডি, ঢাকা শ্যামপুর থানায় হস্তান্তর কা্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102