ইমরান মোল্লা:
আজ বাদ জোহর আমীর বন্দের জানাজা অনুষ্ঠিত। জানাজা নামাজে উপস্হিত ছিলেন, নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,বি,জে এ’র সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল মান্নান, বর্তমান চেয়ারম্যান B.J.A ও সভাপতি দৌলতপুর থানা আওয়ামী লীগ শেখ সৈয়দ আলী,নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর র মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ,নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি শেখ ফারুক হাসান হিটলূ,সাবেক ইউপি সদস্য বন্দ সাইদূর রহমান,নগর আ, লীগ নেতা মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, থানা আ, লীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলি, থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এম,এ সেলিম,কাউন্সিলর কবীর হোসেন কবু মোল্লা, কাউন্সিলর শেখ সামসুউদ্দিন আহমেদ প্রিন্স, থানা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান তরফদার, শেখ আকরাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আঃ রউফ মোড়ল, শেখ অহিদুজ্জামান, আবু আসলাম মোড়ল, সাবেক যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন,আতিয়ার রহমান বন্দ,তরিকুল ইসলাম বন্দ,আসাদ বন্দ,যুবলীগ নেতা সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মোড়ল , বাচ্চু মোড়ল,ছাত্র লীগ নেতা রাকিব মোড়ল,আবু তালেব বন্দ, ইব্রাহিম বন্দ,শান্ত ইসলাম,রানা বন্দ, সবুজ বন্দ,সহ এলাকায় গন্যমান্য ব্যাক্তি