December 22, 2024, 5:47 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

শাহরাস্তি পাথৈর ফোরকানিয়া মাদরাসার এমপিওভুক্তি ও জাল দলিল বাতিলের দাবি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, March 22, 2023
  • 140 দেখা হয়েছে

 

এম আব্দুল লতিফ সিদ্দিকী।। ২২-মার্চ, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পাথৈর গ্রামের ফোরকানিয়া মাদরাসাটি ভুয়া কাগজপত্রের মাধ্যেমে ইসলামিয়া দাখিল মাদরাসা সাজিয়ে এক যুগ ধরে বেতন ভাতা উত্তোলন করছে। ভূয়া এই মাদ্রসাটিব পরিচালনা কমিটির সহসভাপতি প্রতারক চক্রের মূল হোতা মতিউর রহমান পাটোয়ারিগং সরকারের চোখে ধুলা দিয়ে শিক্ষকদের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করে যাচ্ছে। প্রতারকচক্র মন্ত্রনালয়ের ও শিক্ষা বোর্ডের কিছু অসাধু কর্মকর্তাদের নিয়মিত ঘুষ দিয়ে মিথ্যা জাল জালিয়াতি কাগজের মাধ্যম মাদাসাটিকে এমপিওভুক্তও করে নেওয়ার অভিযোগ রয়েছে । ।
২২ মার্চ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরম খাঁ হলে আব্দুল মান্নানসহ ঐ এলাকার স্থানীয় লোকজন সংবাদ সম্মেলনের প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, চাঁদপুর জেলা শাহরাস্তি থানার পাথৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসাটির নামে কোন জমি, কাঠামো, ছাত্র নাই তবুও এমপিওভুক্ত। মাদ্রাসা করা ও এমপিওভুক্তির জন্য সরকারী নীতিমালা মতে ১ একর জমি বাধ্যতামুলক। যার ফলে প্রতারকচক্র আমাদের রেকর্ডীয় ৩.২৮ একর জমি জাল দলিল করে বোর্ডে জমা দিয়ে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করে ১ যুগেরও বেশী সময় ধরে সরকারের চোখে ধুলা দিয়ে বেতন ভাতা উত্তলোন করে আসছে। উক্ত জমির জাল দলিল বাতিলের জন্য চাঁদপুর বিজ্ঞ জেলা যুগ্ম জজ আদালতে মোকদ্দমাটির ২২৭ বার হাজিরা ও ৪০ বার আরগুমেন্ট হয়েছে। মোকদ্দমাটিতে প্রতারকচক্র আইনজীবীর মাধ্যমে ৫০ বারের বেশি সময় নিয়েছে। মোকদ্দমাটির অতিদ্রুত নিস্পত্তি ও এমপিওভুক্ত বাতিলসহ প্রতারকচক্রটিকে গ্রেফতার করার নির্দেশ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা আরোও অভিযোগ করে বলেন,, চাঁদপুরের পাথৈর গ্রামের নিবাসী শ্রী হেমন্ত কুমার ভট্রচার্যের কোন পুত্র সন্তান না থাকায় সে তার ভোগ দখলকৃত ৬৯০ একর জমি থেকে ৪৬৫ দাগহতে ০.০৪ শতক জমি ফোরকানিয়া মাদরাসার নামে ১৯৭৮ ইংরেজী সালে ২৭ সেপ্টেম্বর প্রদান করেন। ; যার দলিল নং ২৭২৪ এবং ০.০২ শতক জমি পাথৈর সমাজ কল্যাণ সমিতির নামে দান করেন যার দলিল নং ২৭২৫। অন্যদিকে ২০ মার্চ ১৯৮০ ইং সালে ঐ ৪৬৫ দাগেরই .১৫ শতক জমি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন বিভাগের নামে দানপত্র করে দেন, যার দলিল নং ১৫৪১। শাহরাস্তি উপজেলার পরিবার পরিকল্পনা দপ্তর ৫৫ হাজার টাকা খরচ করে চিতোষী ইউনিয়ন ভিলেজ সেন্টার এর দুইটি কক্ষ তারা নির্মাণও করেন; যার বিএস খতিয়ান নং ৩ জমির পরিমাণ ঐ .১৫ শতক। এরমধ্যে মাওলানা মো. আলী আকবর ও তার ভাতিজা আবু নোমান মো. ইউসুফ ভুইয়া ফোরকানিয়া মাদরাসাকে মিথ্যা ইসলামিয়া দাখিল মাদরাসায় রূপান্তর করার জন্য প্রতিবেশী সোলায়মানের ১৮ শতকজমি, দলিল নং ৫১৭১, ২০ মে ১৯৭৮ সালে মিথ্যা জাল দলিল করেন। যা জমির মালিক জানতে পেরে পার্শ্ববর্তী চেড়িয়ারা গ্রামের নিবাসী হারুন-অর-রশিদের কাছে বিক্রি করেন। এতে পাথৈরই সলামিয়া দাখিল মাদরাসার নামে আর কোন জমি থাকে না। শ্রী হেমন্ত কুমার ভট্রচার্য মাদরাসার ও সমাজ কল্যাণের এবং পরিবার পরিকল্পনা নামে বিনামূল্যে সম্পত্তি দান করেন। তারই স্ত্রী শ্রী মতি কিরণ বালার নামে থাকা সম্পত্তি থেকে মতিউর রহমান পাটোয়ারী গোপনে ৩.৭২ একর জমি ঐ ফোরকানিয়া মাদরাসার সেটকে মিথ্যা ভাবে পুনরায় ইসলামিয়া দাখিল মাদরাসায় প্রতিষ্ঠিত করার জন্য ভুয়া জাল দলিলটি মাদরাসা বোর্ডে দাখিল করেন। ১৯৭৯ইং সালে হাজিগঞ্জ এস আর অফিস থেকে জানা যায় ৮১৯১ নং দলিল মূলে ৪৬৩/৪৬৪/৪৬৫ দাগের ৩.২৮ একর জমি ইসলামিয়া দাখিল মাদরসার নামে মিথ্যা জাল দলিল রেজিস্ট্রি করে। সামাজিক ভাবে লোকজন বিচার সালিশী করে মাদরাসা কর্তৃপক্ষকে ফেরত দিতে বলে।সালিশীর রায়ের পরিপেক্ষিতে মাদরাসার সেক্রেটারি আব্দুল হাই পাটোয়ারী শ্রীমতি কিরণ বালার নামে গত ৩০ মে ১৯৮৩ ইং সালে কিরন বালার বৈধ সম্পত্তি বলে ফেরত দলিল রেজিস্ট্রি করে দেন। যার ফলে ইসলামিয়া দাখিল মাদরাসার নামে আর কোন সম্পত্তি রইলো না। কিন্তু ফোরকানিয়া মাদরসার নামে হেমন্ত কুমারের দান করা মাত্র ০.০৪ শতকই জমি আছে। কিন্তু মাদরাসার শিক্ষকগণ মিথ্যা বানোয়াট ভাবে ঐ জাল দলিল বোর্ডে দাখিল করে তাদের প্রতারক সিন্ডিকেট দল মনগড়া কমিটি করে প্রতি মাসেই সলামিয়া দাখিল মাদরাসার শিক্ষকদের নামে ২ লক্ষ ২৫ হাজার টাকা বেতন ভাতাসহ নানান ধরনের উৎসব ভাতাসহ ৫ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। পাথৈর গ্রামে কোন ইসলামিয়া দাখিল মাদরাসার অবকাঠামো পর্যন্ত নাই।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102